মেহেদী ইমামঃ
দলীয় পদ পরিচয় ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, দলের নেতা কর্মীকে শারীরিকভাবে নির্যাতন, দলের নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় ২নেতাকে বহিষ্কার করেছে রাঙামাটি জেলা বিএনপি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাড. এামুনুর রশীদ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, বাঘাইছড়ি পৌর বিএনপি‘র সদস্য মো. নাসির ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক মো. বখতেয়ার।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি ও রাঙামাটি জেলা বিএনপি‘র পক্ষ থেকে বহুবার নির্দেশনা প্রদান করার পরেও সকল নির্দেশনা অমান্য করে গঠনতন্ত্র ও শৃংঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংঙ্খলা নষ্ট করায় দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক ২ সদস্যকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যহতি পূর্বক সাময়ীক বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গতকাল বাঘাইছড়িতে পৌরসভার টোল আদায় কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ড সংগঠিত হওয়ায় এই বহিষ্কারাদেশ দিয়েছে বিএনপি এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। যদিও গতকালের বিষয়টি ফেসবুকে পোষ্ট করা নিয়ে দ্বন্ব ও মারামারির ঘটনা ঘটেছে বলে দাবি বাঘাইছড়ি পৌর বিএনপির।