নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাঘাইছড়িতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির জেলা বিএনপির সহ সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ জেলা, উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক মামুনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃসাশনের মধ্যে বাঘাইছড়ি বিএনপি পরিবার কোন বড় অনুষ্ঠান করতে পারেনি। ৫ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাঘাইছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে একত্রিত হয়েছে বিএনপি পরিবার।
বক্তারা আরো বলেন, এখন থেকে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা।