মেহেদী ইমামঃ
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ওলামা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর সবুর, উপজেলা জাসাস সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, সাবেক বাঘাইছড়ি ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আব্বাছ আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, ওলামা দল বিএনপির একটা ইসলামী ভাবধারার অঙ্গ সংগঠন। ওলামা দলের মাধ্যমে আপনারা জনগণের নিকট ইসলামের সঠিক বাণী প্রচার করবেন। এমন অনেকেই রয়েছেন যারা পূর্বে ওলামা দলে যোগ দিয়েছেন, কিন্তু পরে মিছিল মিটিং এ তাদের খুঁজে পাওয়া যায়না। এমন কাউকে ওলামা প্রয়োজন নেই। যারা নিষ্ঠাবান ও ত্যাগী তারাই বিএনপির রাজনীতি করতে আসবেন।
এসময় অতিথিরা দলের পুরাতন ও নতুন কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করেন।