মো. মহিউদ্দিনঃ
গ্রামীন ব্যাংক বাঘাইছড়ি উপজেলার খেদারমারা শাখার উদ্যােগে ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক, চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৩ই আগস্ট ) সকালে খেদারমারা গ্রামিণ ব্যাংক কার্যালয়ে এই বৈঠক ও ব্যাংকের সদস্যদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র লংগদু এরিয়ার এরিয়া ম্যানেজার কায়সার আহম্মেদ ও খেদারমারা বাঘাইছড়ি শাখার ম্যানেজার শিমুল দাশ গুপ্ত সহ খেদারমারা বাঘাইছড়ি শাখার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তব্যে এরিয়া ম্যানেজার কায়সার আহম্মেদ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আজ আমাদের সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করতে পেরেছি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, পরিবেশ রক্ষা করা, পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো এবং প্রতিটি পরিবারকে সবুজে মোড়ানো।
তিনি আরো বলেন, আমরা জানি বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয় এমনকি ঝড়, বৃষ্টি ও সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে ভূমিকা রাখে। তাই প্রতিটি পরিবারে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। এই চারা বিতরণ শুধু একটি সামাজিক দায়বদ্ধতার অংশ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিনিয়োগ। তাই আসুন সবাই মিলে গাছ লাগাই, দেশ বাঁচাই, সবুজ হোক বাংলাদেশ।