মো. মহিউদ্দিন, বাঘাইছড়িঃ
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা হতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা।
এতে উপজেলার ২টি কেন্দ্র কাচালং সরকারি কলেজ ও সিজক মুখ কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৭শত ১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা যায়।
এদিকে প্রথম দিনে কেন্দ্র গুলো পরিদর্শন করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার কেন্দ্রের সার্বিক অবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, উপজেলায় ২টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।