বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বাঘাইছড়িতে অবৈধ ভাবে চোরাচালানের সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে (২৭ বিজিবি) মারিশ্যা জোন।
রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা টু খাগড়াছড়ি রোডে ০২ কিলো নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলে বহনকৃত ০২টি প্লাস্টিকের বস্তা গহীন পাহাড়ে ঢালে ফেলে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তায় ৭৬কার্টুন ESSE Lights বিদেশী ব্যান্ডের সিগারেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২,২৮,০০০ (দুই লক্ষ আঠাশ হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

