মেহেদী ইমামঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে রাঙামাটিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মিসবাহউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী।
এতে প্রধান আলোচক ছিলেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউছুফ এবং প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আব্দুল আলিম।
মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ফারুক আহমদ এবং আন্তর্জাতিক ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম এতে আলোচনা রাখেন।
মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সেক্রেটারী মুহাম্মদ ফেরদৌস আলমের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, কাউখালী সিদ্দিকই আকবর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও রাঙামাটি জেলা জামায়াতে ইসলাম প্রচার সম্পাদক এডভোকেট মুহাম্মদ হারুনুর রশিদ।
এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলা শাখার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষকদের ন্যায় মাদ্রাসা শিক্ষকরা পরিশ্রম করে থাকেন। কিন্তু মাদ্রাসা শিক্ষকরা দিনশেষে অবহেলার স্বীকার হন। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন অংশে মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তারপরও মাদ্রাসা শিক্ষকরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে মাদ্রাসা শিক্ষকরা হিল ভাতা পান না।
এসময় বক্তারা হিল ভাতা, এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত পর্যাপ্ত শিক্ষক পদায়ন, পাহাড়ে প্রতিষ্ঠানের জমি নিবন্ধনে জটিলতা, এনটিআরসি কর্তৃক নারী শিক্ষিকা নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আহুত এসব জটিলতা নিরসনে এক প্রস্তাবানা পেশ করেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের আংশিক কমিটি ঘোষণা করেন, ড. মাওলানা শাহজাহান মাদানী।