ইদ্রিসুর রহমানঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে নানিয়ারচরে কাঠাল ও আনারস চাষ বিষয়ে পরিসংখ্যান কার্যক্রম ও কৃষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলার ইসলামপুর মৌসুমি ফল ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এলাকার কৃষকদের নিয়ে বৈঠক ও পরিসংখ্যান কার্যক্রম পরিচালনা করেন, বাংলাদেশ পরিসংখ্যান ভবন, পরিসংখ্যান কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম।
এসময় উপজেলার আনারস, কাঠাল ও কলা সহ পাহাড়ে উৎপাদিত পণ্যের উৎপাদন, চাষাবাদ পদ্ধতি, উৎপাদনের লক্ষ্যমাত্রা ও বাজারজাত করণে সুবিধা-অসুবিধা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় আনারস চাষিদের ফলন বাড়াতে ও সরকারিভাবে কৃষি উপকরণ প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান সহকারী (ভারপ্রাপ্ত) আনিসুল ইসলাম, বাংলাদেশ পরিসংখ্যান ভবনের গণনাকারী শাহাদাৎ হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জাফর, আনারস ব্যবসায়ী মাসুম সহ স্থানীয় কৃষক, মৌসুমি ফল ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।