নিজস্ব প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের রাঙামাটির নানিয়ারচরে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। একত্রিশবার তোপধ্বনি‘র মধ্য দিয়ে প্রশাসনের উদ্যোগে মহান এই দিবসের সূচনা করা হয়।
শনিবার (১৬ই ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে নানিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, সরকারী কলেজ, স্বাস্থ্য বিভাগ, প্রেস ক্লাব, শিক্ষা প্রাতষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এতে নানা শ্রেণী পেশার মানূষের পদভারে শহিদ মিনার মূখরিত হয়ে ওঠে।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রাঙ্গনে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি), বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এছাড়াও বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সমবেত সুধীগনের ক্রীড়া অনুষ্ঠান, সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থণা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করে উপজেলা প্রশাসন।
এদিন বিকেলে উপজেলা প্রশাসন বনাম উপজেলা পরিষদ একাদশ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক আয়োজন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।