মেহেদী ইমামঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর ও সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
আলোচনা সভায় রাঙামটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনসহ জেলা, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষা, ঐক্য ও প্রগতিই হলো ছাত্রদলের মূলনীতি। বিগত ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে কাজ করে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ছাত্রদল।

এর আগে রিজার্ভ বাজার, দোয়েল চত্বর, ট্রাক টার্মিনাল, বনরুপা, কোর্ট বিল্ডিং সহ রাঙামাটি-চট্টগ্রাম সড়কে শহরের বিভিন্ন এলাকা থেকে বিশাল বহর নিয়ে পৌরসভা মাঠে একত্রিত হয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পৌরসভা থেকে বিশাল র্যালী নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় বিএনপিসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
এদিন দুপুরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অসহায়, দুস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন।