নিজস্ব প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপ-ধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করে উপজেলা প্রশাসন। পরে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পাশাপাশি নানিয়ারচর থানা, নানিয়ারচর কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জেএসএস (এনএম লারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক), বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনসহ সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে শহিদদের স্বরনে ১মিনিট নিরবতা পালন এবং জাতীর শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরে দিবসটি ঘিরে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুপ্তশ্রী সাহা সহ ৪ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সমবেত সুধীজনের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।
এছাড়াও এদিন সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনাসহ হাসপাতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।