নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বরকল উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (১৬ই আগষ্ট) সকালে বরকল বালিকা বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিন্তু চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার, বরকল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।