বরকল প্রতিনিধিঃ
গত ৩মার্চ ২০২৫ সোমবার রাঙামাটি জেলার বরকল উপজেলার ‘বরকল প্রেসক্লাব ‘এর অফিসিয়াল পেজ হতে ধর্ষণের একটি মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদ টি নিম্নরুপ,”বরকলের আইমছড়া ইউপিতে ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া এক উপজাতি ছাত্রীকে রাঙামাটির রিজার্ভবাজার এলাকাতে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে।
শিশুটিকে রাঙামাটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য নিয়ে গেলেও পরবর্তীতে ভিকটিমের পরিবার কোন অভিযোগ দায়ের না করে তাকে গ্রামের বাড়ি নিয়ে গেছে বলে জানা যায়”। উপরোক্ত সংবাদ টি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। শুধু মাত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে এ সংবাদ প্রচার করা হয়েছে।
সরজমিনে প্রশাসন তদন্ত করে জানতে পারে উক্ত অভিযোগ ও সংবাদ ভিত্তি হীন। দেশের এই ক্রান্তিলগ্নে, সাম্প্রদায়িক উসকানি দাতাদের এরূপ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে পাহাড় কে অশান্ত কারী, সাম্প্রদায়িক হলুদ সাংবাদিকদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।