বরকল প্রতিনিধিঃ
বরকলের বাঙ্গালটিলা বাজার নামক স্থানে পুর্বশত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন কর্তৃক ৩নং আইমাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া কে মারধরের ঘটনা ঘটেছে ৷
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল এগারোটায় বাঙ্গালটিলা বাজারে এ ঘটনা ঘটে।
সরজমিনে খোজ নিয়ে জানা যায় যে, মারধরের শিকার স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক মিয়া বাঙ্গালটিলা বাজারে নিজ কাজ শেষে বসে ছিলেন।
এমতাবস্থায় যুবলীগ নেতা মনির হোসেন পেছন থেকে এসে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। পেটাতে পেটাতে বলেন, বি এনপির নেতাকর্মীদের শিক্ষা দিয়ে ছাড়বো। পরে আশেপাশের লোকজন ছুটে এলে যুবলীগ নেতা পালিয়ে যান।
ভুক্তভোগী মানিক মিয়া বলেন, মনির আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেন।
অভিযুক্ত বরকল উপজেলা যুবলীগ নেতা মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এবিষয়ে একটা অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।