বরকল প্রতিনিধিঃ
“সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের” আওতায় বরকলে বিজিবির উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, দুস্থ, গরীব, অসহায় পরিবার ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলার ভূষনছড়া আইডিয়াল কলেজ মাঠে ২লক্ষাধিক টাকার আর্থিক অনুদান ও সহায়তা বিতরণ করে ছোট হরিনা (১২ বিজিবি) ব্যাটালিয়ন জোন কমান্ডার।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে সিমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মান উন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।
এসময় জোন জেসিও জামশেদ সহ বিজিবি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।