নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে দলটি।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি ছিদ্দিক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বরকল উপজেলা বিএনপির সহ সভাপতি সুলতান মন্ডল, বিএনপি নেতা আব্দুল জলিল, নজরুল ইসলাম, রুহুল আমিন, মো বেলাল, মো মালেক, মো জাকির বেপারি ও মো. কবিরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার কে পদত্যাগ করে নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। দলীয় নেতা-কর্মী কে দেওয়া মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার করতে হবে। হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে বিএনপি কে দমানো যাবে না।