তসলিম উদ্দীনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরকল উপজেলায় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে বরকলের ভুষনছড়ায় দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন ভুষনছড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি ভূষনছড়া বাজার প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি সুলতান আহমদ মন্ডল, আঃ হালিম ও তমির আলী, সিঃ যুগ্ম সম্পাদক আঃ জলিল, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মেম্বার, খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন ও মৎস্য জীবি দলের সভাপতি জাফর প্রমুখ।
অনুষ্ঠানে ভূষনছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, শরিফুল ইসলাম, দয়াল চাকমা, সুনেন্দ্র কারবারি ও আবদুল আওয়াল লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে আসছে। দীর্ঘ ৪৭বছরের এই পথচলা অনেক আত্মত্যাগ ও সাফল্যের ইতিহাস বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট অনুষ্ঠানের অপেক্ষায়।আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারী মাসেই ভোটের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন হবে।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল শহীদ নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ইউনিয়ন সভাপতি আইয়ুব আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।