তসলিম উদ্দীনঃ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বরকলে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরকল বিএনপি’র উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার সকল মসজিদের পাশাপাশি ভুষনছড়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে যুব দলের আহবায়ক আব্দুল মালেক ও উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হালিমের এর উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বরকল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন,ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা, ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন সহ আরও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।