তসলিম উদ্দিনঃ
রাঙামাটির বরকল উপজেলার শুভলংয়ে বিনামূল্যে ৪০জন কিশোরী পেয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা। “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যে মাস ব্যাপী এই টিকাদান কর্মসূচির উদ্ভোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়–য়া এই টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাছির উল্লাহ চৌধুরী বলেন, বরকলে ৪টি প্রাথমিক বিদ্যালয়ে আজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল স্কুল পর্যায়ে ও পাড়া মহল্লায় এই টিকা দেওয়া হবে।
তিনি আরো জানান, ৫ম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি ১০ থেকে ১৪বছর বয়সী কিশোরীদের মাঝেও এইচপিভি টিকা প্রদান করা হবে। রেজিস্ট্রেশনের ভিত্তিতে উপজেলার ৯শত কিশোরীর মাঝে এই টিকা প্রদান করা হবে বলেও জানান এই চিকিৎসক।