বরকল প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে রাঙামাটির বরকল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক কামনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা তথ্য সেবা বিষয়ক কর্মকর্তা তুষিতা চাকমা।
এসময় বরকল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী অতিথিরা উপস্থিত ছিলেন।