নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলার বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে রাঙামাটি জেলা পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বতীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ও সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।