নিজস্ব প্রতিনিধিঃ
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া রাঙামাটি পৌরসভার অসহায় পরিবার সমূহের পাশে দাড়াঁলেন সদর উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পৌরসভা প্রাঙ্গণে ৭নং ওয়ার্ডের ৩৪২পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।
এসময় পৌরসভার নির্বাহী ও এনডিসি শামীম হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, সদর উপজেলার সহকারী প্রোগ্রামার ও ট্যাগ অফিসার মো. সালাউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক বশির মৃধা, শামীম আহম্মেদ, হিরু তালুকদার, মো. ইলিয়াস, আব্দুল কুদ্দুস ও নুরুন্নবী পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও রিফাত আসমা বলেন, চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় পৌরসভার ২হাজার ও উপজেলার অন্যান্য ইউনিয়নে ২হাজারসহ মোট ৪হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।