সিয়াম হোসেনঃ
রাঙামাটিতে বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভলকান ক্লাব।
সোমবার (২৫ ডিসেম্বর) ফাইনাল খেলার এই অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
খেলায় ভলকান ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১০০রান সংগ্রহ করে। পরে ১০১রানের টার্গেটে নেমে পাইনিয়র ক্লাব ৬ইউকেটে ৯২রান সংগ্রহ করে এবং ৮ রানে চ্যাম্পিয়ন হয় ভলকান ক্লাব।
রাঙামাটি জেলা ক্রীড়া সংন্থার আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম , জেলা ক্রীড়া সংন্থার সাধারণ সম্পাদক শফিউ আজম, রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ নিরুপা দেওয়ান ও নারী দলের সাবেক খেলোয়ার এবং বিসিবির আম্পায়ার চম্পা চাকমাসহ অন্যান্যরা।
প্রধান অতিথি মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, খেলাধুলায় রাঙামাটির অনেক সুনাম রয়েছে। এখান থেকে অনেক কৃতি সন্তান জাতীয় পর্যায়ে খেলছে। এখন বাংলাদেশ দলের প্রতিভাবান খেলোয়াড় খুবই প্রয়োজন। আমরা দেখি যে বাংলাদেশ দলের পাইপ লাইনে খেলোয়াড় নাই। ঘুড়ে ফিরে একই খেলোয়াড় দিয়ে খেলাচ্ছে। যদি রাঙামাটির মতো জায়গা থেকে প্রতিভাবান খেলোয়াড় ঘড়ে উঠে তাহলে এ জেলার সুনাম আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বর্তমান যুব সমাজের মোবাইলে প্রতি আশক্তিও খেলাধুলার মাধ্যমে দূর করা সম্ভব।
পরে বিজয়ী, রানারআপ ও ৩য় স্থান অধিকারী, ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট, ম্যান অব দ্যা সিরিজের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। টুর্ণামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করে।
৩য় স্থান অধিকারী মরহুম আহম্মদ মিয়া স্মৃতির পক্ষে পুরষ্কার গ্রহণ করেন টীম ম্যানেজার মো: আব্দুল গফুর।