নিজস্ব প্রতিনিধিঃ
২০২৪ সালে ফ্যাসিস্ট সরকার পতনের বছরপূর্তিতে ৫ই আগস্ট স্বৈরাচার পতন ও বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় নানিয়ারচরেও দিবসটি ঘিরে উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা আগষ্ট) বিকেল ৪টায় নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, ৫ই আগষ্ট আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। দীর্ঘ ১৭বছর জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী মুক্ত হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী ৫ই আগষ্টের কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করবেন। এই মুক্তি শুধু ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বা বিএনপির নয়। এই মুক্তি বাংলাদেশের আপামর জনতার।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা ও জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি বহদ্দার, যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল সর্দার, সদস্য সচিব মো. আলী, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট মো. মাসুম, ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিক, সদস্য সচিব মোঃ হেলাল আকাশ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম ও সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব মো. তাওহীদ, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক মো. হাবীব, তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।