নানিয়ারচর প্রতিনিধিঃ
১৬বছর জেল, যুলুম, গুম ও খুন করা রাষ্ট্রীয় দায়িত্ব থাকা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা থেকে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দিয়েছে বক্তারা।
শানিবার (২৬ এপ্রিল) সকালে নানিয়ারচর হার্টিকালচার মিলনায়তনে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার।
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাসুম রানা ও নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাছের ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল হোসেন সাকু।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, জহিরুল ইসলাম ও রণ বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজ হোসেন সুমন, মো. সিরাজ, রাহুল চাকমা, শাহাদাত পারভেজ, মো. নুরুন্নবী ও আলমগীর হোসেন, শাওন মেহেদী দপ্তর সম্পাদক, জেলা সদস্য বিনয় কান্তি চাকমা, রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ড্যানিশ চাকমা।
এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কপিল উদ্দিন, নানিয়ারচর উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রনয় চাকমা, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. মাসুম, নানিয়ারচর উপজেলা যুব দলের সদস্য সচিব মো. আলী, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিক, সদস্য সচিব হেলাল আকাশ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল, তাঁতি দলের সাধারণ সম্পাদক, মো. হাবিবুর রহমান হাবিব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি নুরুজ্জামান বলেন, প্রশাসনের রন্ধে রন্ধে এখন ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে আছে। আপনাদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যাতে করে বাংলাদেশে আর কেউ কখনো ফ্যাসিবাদী কায়েম করতে না পারে।
ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছে এবং ৫ই আগষ্টের পরে বিএনপি থেকে সুবিধা নিতে চেষ্টা করছে তাদের কে চিহ্নিত করতে হবে। তারা যেন দলে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ থাকতে হবে বলে যোগ করেন প্রধান বক্তা জাহাঙ্গীর আলম তালুকদার।
এসময় অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। এর আগে বিভিন্ন ইউনিট কমিটির সদস্যরা বিশাল এক মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।