নিজস্ব প্রতিনিধিঃ
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাঙামাটিতে জেলা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর তবলছড়ি, পুরতান বাস স্টেশন, বনরূপা ও মানিকছড়িতে বিক্ষোভ করেছে মুসল্লিরা।
জুমার নামাজের পর তবলছড়ি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তবলছড়ি বাজার ঘুরে মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- রাঙামাটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাজী মাওলানা মো. শরিয়তউল্লাহ।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. সামসুল আলমসহ শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। পরে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
এদিকে পুরাতন বাস স্টেশন এলাকার সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে এসপি অফিস ঘুরে আবারো দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন- বায়তুশ শরফ মাদ্রাসার অধ্যক্ষ মালানা মো. সামসুল আরেফিন, বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কাশেম ও বাস স্টেশন জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা মো. ইউসুফ।
অপরদিকে একই সময় বনরূপা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা শাখা।
সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আলকাদেরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বনরুপা শাহী জামে মসজিদের খতিব মুফতি ইকবাল হোসাইন আল-কাদেরী।
এসময় অসংখ্য মুসল্লিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কাঠালতলী মসজিদ ঘুরে বনরূপা মসজিদের সামনে এসে মিছিলটি শেষ হয়।
অপরদিকে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ।
শুক্রবার জুমার নামাজের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকার আল আকসা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিসিক এলাকা ঘুরে মানিকছড়ি চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে এই বিক্ষোভ করে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলার সহ-সভাপতি মাওলানা শেখ শুয়াইব, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল মোমিন, সদস্য মো: হাসান, আব্দুল হান্নান, আব্দুল কাদেরসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে আসরের নামাজের পর রাঙামাটি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখা।
মানববন্ধনে জেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ মোহাম্মদ তানজিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- যুবসেনার কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার আক্তার হোসেন চৌধুরী। এসময় ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।