গোলাম মোস্তফাঃ
রাঙামাটি জেলা ছাত্রশিবিরের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ফটিকছড়ির ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার, সুপেয় পানি ও জরুরী ওষুধ পৌঁছে দেয়া হয়।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি উপস্থিত থেকে বলেন, আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে এই সামান্য উপহার পৌঁছে দেয়া কিন্তু আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং গ্রহণ করছেন। আমরা আপনাদের পাশে মানবতার কল্যাণে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।
তিনি আরো বলেন, ছাত্রশিবির মনে করে মানুষের বিপদে-আপদে, সুঃখে-দুঃখে পাশে থেকে অংশীদার হাওয়া একটি ইবাদত।
এসময় ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক ইরফানুল হক, জেলা দাওয়াহ ও সাহিত্য সম্পাদক জুনাইদুল ইসলাম, স্কুল ও প্রযুক্তি সম্পাদক ইউসুফ মিয়া, পৌর শাখার সেক্রেটারি জালাল উদ্দিন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোর্শেদুল ইসলামসহ ছাত্রশিবিরের জেলা শাখা দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।