নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটির নানিয়ারচরে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেই যাচ্ছে একটি অসাধু সিন্ডিকেট। একাধিকবার উপজেলা প্রশাসনের অভিযান, সরঞ্জামাদি জব্দ ও জরিমানা করেও থামানো যায়নি পরিবেশের উপর হুমকি সৃষ্টিকারী এই অননুমোদিত বালু উত্তোলন।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘উপর পুলিপাড়া’ এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে বালু উত্তোলন করে পাহাড় সম স্তুপ গড়ে তোলা হয়েছে।
স্থানীয়রা জানায়, এসব বালুর মালিক জনৈক বালু ব্যাবসায়ী ছগির। অবধৈ বালু ব্যবসায়ী ছগির এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি মাত্র আজ থেকে ২টি মেশিন চালু করেছি।
এলাকাবাসী জানায় একদিনের তোলা বালুর স্তুপ যদি এত উঁচু হয় তবে, বালু তুলতে থাকলে কি অবস্থা দাঁড়াবে তা ভাবার বিষয়।
অপর একটি স্তুপের মালিকের কাছে তার তোলা বালু সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, উপজেলা প্রশাসনের অভিযানে তার মেশিন জব্দ করা হয়েছে। তবে তার আগেই তোলা অল্প কিছু বালু রয়ে গেছে, সেই বালু গুলোই এখন বিক্রি করে দিচ্ছেন তিনি।