নিজস্ব প্রতিনিধিঃ
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার এর সঞ্চালনায় এতে নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, মো. মফিজ শেখ, রণ বিকাশ চাকমা ও জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুস আলী ও সদর ইউনিয়ন সভাপতি তুতি বদ্দা।
বক্তব্যে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা৷ বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের তৃণমূল জনগণ কে রাজনীতিতে প্রবেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে এসময় দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। আগামী নির্বাচনে রাঙামাটির আসনটি তারেক রহমান কে উপহার দেবার ও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সাম্প্রতি নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান কে নিয়ে ফেইসবুকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় এসময় তীব্র নিন্দা জানান বক্তারা। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য মুছে দিয়ে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।
এসময় উপজেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক মো. সানাউল্লাহ, সাবেক্ষ্যং ইউনিয়ন বিএনপির সভাপতি তন্টু মনি চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামশুল আলম, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি শফি মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জলিল, সাংগঠনিক সম্পাদক তাবু চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার, সদস্য সচিব মো. আলী, যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ মীর,যুগ্ম আহ্বায়ক মোঃ আবু জাফর ও মো. রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সদস্য সচিব মোঃ হেলাল আকাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, শ্রমিক দলের সভাপতি নুজরুল ইসলাম মুন্না, রাঙামাটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মাসুম, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ লিটন মিয়া সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুর রহমান, সদস্য সচিব মো. আব্দুর রশিদ, জাসাস সভাপতি বিশ্বজিৎ চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কৃষকদলের সভাপতি বিপুল চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।