নিজস্ব প্রতিনিধিঃ
মাধ্যমিক শিক্ষা পেরিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য কলেজে ভর্তির সুযোগ পেয়েছে মেয়ে। তবে ভর্তি ফি সহ আনুষাঙ্গিক খরচে সামর্থ্য না থাকায় মেয়েকে কলেজে ভর্তি করতে পারছেন না প্রতিবন্ধি পিতা। এমনই এক পরিবারের পাশে দাড়িয়েছে নানিয়ারচর জোন।
সোমবার (২৪ জুন) সকালে “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় নিজ কার্যালয়ের সামনে স্থানীয় জমির আলমের ও তার স্ত্রীর হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
সেনা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধি পিতার সামর্থ্য না থাকায় মেয়েকে কলেজে ভর্তি করতে পারছেনা জানতে পেরে জোন অধিনায়ক তার মেয়ের কলেজের ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য এই নগদ অর্থ বিতরন করেন।
এবিষয়ে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। স্থানীয় অসহায় ও হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
এদিকে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।