নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের বিজয় সুনিশ্চিত করতে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে প্রচারণা চালিয়েছেন তার সহধর্মীনী বিটা চাকমা।
রোববার সকাল থেকে দিনব্যাপি তিনি ৭নং ওয়ার্ডের আলম ডক, কাঠালতলী পাড়া, কাঠালতলী পাড়া, মসজিদ কলোনী, ধোপা পাড়া, বাদশা মিয়া কলোনী, মৈত্রী বিহার এলাকা, মুক্তিযোদ্ধা কলোনী, আব্দুর রশিদ সড়ক, কাটা পাহাড়, দেওয়ান পাড়া, বলপিয়া আদাম, শশী দেওয়ান পাড়া এলাকায় প্রচারণা চালান। এসময় এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিটা চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রচারণাকালে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মো. আবু তৈয়ব, আশীষ কুমার চাকমা নব ও তৈয়ব হোসেন মামুন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, মিসেস হাবিব, মিসেস মাহবুব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামান রিপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান আলী, পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ চাকমা, অর্থ সম্পাদক পিকুল চাকমা, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রমেশ মারমা সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিটা চাকমা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।