॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন আমি যতদিন দায়িত্বে থাকবো পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন, পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করছে এমন প্রতিষ্ঠান দেশের আর কোথাও নেই। আমরা চাই পাহাড়ের মানুষ উন্নয়ন অগ্রগতিতে মূল স্রোতের সাথে সমান্তরাল হোক। তাই তিন পার্বত্য জেলার আর্থ সামাজিক ও অবকাঠামো উন্নয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিবো।
রোববার (২০ আগষ্ট) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সাথে রাঙামাটি প্রেস ক্লাবের নেততৃবৃন্দের মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কক্ষে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেয়ারম্যাকে ফুলেল শুভেচ্ছা জানান ।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, রাঙামাটি নিবার্হী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা আরো বলেন, যেসব এলাকায় ইতিপূর্বে কোন প্রকল্প গ্রহণ করা হয়নি সেসব এলাকায় স্থানীয় জনসাধারণের চাহিদা ভিত্তিতে বাস্তবমুখী প্রকল্প নেয়া হবে বলে। তিন পার্বত্য জেলায় যেখানে উন্নয়নের ছোয়াঁ পৌছায়নি এই বিষয়টাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নেয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন পত্রিকার প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীকে জনকল্যাণের স্বার্থে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।