মো. আলমগীর হোসেনঃ
পার্বত্য চট্টগ্রামে যারা সাম্প্রদায়িকতা ছড়ায় তারা দেশ প্রেমিক নয়। দীর্ঘ ১৬বছর পর লংগদুতে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশী। এখানে কে কোন ধর্মের তা বিবেচ্য বিষয় নয়। ইসলাম সবার অধিকার সংরক্ষণ করে। যেমনিভাবে নবী- রাসুল ও খোলাফায় রাশেদিন এর যুগে ছিল।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জামায়াত ইসলামীর লংগদু উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা জামায়াতের মাইনী ইউনিয়নের সাবেক আমীর মুহাম্মদ শিহাব উদ্দীন শিহাব এর সঞ্চালনায়, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলার আমীর অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মনসুরুল হক, প্রচার সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ, রাঙামাটি পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙামাটি জেলা সভাপতি শহীদুল ইসলাম (সাফি) লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এএলএম সিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, স্বৈরাচার সরকার মনে করেছিলো তারা এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তবর্তীকালীন সরকার শান্তিপূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।
বক্তারা আরো বলেন, স্বৈরচারী সরকারের অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গন আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি।
সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যে ভূমিকা পালন করেছেন এদেশের মানুষ তা সারাজীবন মনে রাখবে। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ৫আগস্ট আওয়ামী লীগই দেশের জনগণের নিকট নিষিদ্ধ হয়ে গেছে বলেও বক্তারা যোগ করেন।