নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ-এর জানাজা আজ সকাল ১০টায় রাঙামাটি শহীদ শুক্কুর মাঠে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভূট্টো, জামায়াতে ইসলামির আমির আব্দুল আলিমসহ রাঙামাটির সকল গণমাধ্যমকর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক একেএম মকছুদ আহমেদ-এর মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মো. মনছুরুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক জুঁই চাকমাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে রাঙামাটির সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনলাইন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, গতকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।