নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও গণসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
সোমবার সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে এসময় সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা, অরুন ত্রিপুরা ও শিশির চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন একটা জাতীয় সমস্যা। এটি বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা কোন রাজনৈতিক দলের সাথে চুক্তি করিনি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছি। সুতারং আপনারা কেউ চিন্তা করবেন না যে এই চুক্তি বাস্তবায়ন হবে না। যেই সরকারই আসুক না কেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। সরকারের সদিচ্ছা থাকলেই এই চুক্তি দ্রুত বাস্তবায়ন সম্ভব।
তিনি আরো বলেন, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে অনেক জায়গায় সংস্কার ও অনেক দাবির বাস্তবায়ন হচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোন ক্ষতি হবে না। জিয়াউর রহমানের শাসনামলে পুনর্বাসিত বাঙালিরা পাহাড়ে সহবস্থান করছে।