নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য শান্তিচুক্তির ২৬বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনবাহিনী। বিগত বছরগুলোর ন্যায় এবারও দিবসটি উপলক্ষে শান্তি র্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, শীতবস্ত্র বিতরণ ও প্রীতি ভলিবল ম্যাচ সহ নানা আয়োজন করেছে নানিয়ারচর জোন (১০বীর)।
শনিবার (২রা ডিসেম্বর) সকালে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় শান্তিচুক্তির ২৬বছর পূর্তিতে আয়োজিত শান্তি র্যালীর শুভ উদ্বোধন করেন, লেঃ কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)। এসময় নানিয়ারচর উপজেলা পরিষদ গেইট হতে শান্তি র্যালীটি শুরু হয়ে নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
আয়োজিত র্যালীতে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নির্বাহী অফিসার মো. আমিনুল এহসান খান, ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় পাচঁ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার জনগণ অংশগ্রহন করেন।
এদিকে বুড়িঘাট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে ২শতাধিক দুস্থ্য, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বরেছে নানিয়ারচর জোন। এসময় তিনি বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ কিন্টার গার্ডেন স্কুল পরিদর্শন করেন। অপরদিকে দিবসটি উপলক্ষে নানিয়ারচর ছানা বাজারে শীতের কম্বল বিতরণ করেছে ১০বীর।
বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শীতের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। এবিষয়ে স্থানীয় বিজয় কান্তি চাকমা বলেন, শান্তিচুক্তির ২৬বছরে পদার্পণ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল সেবা পেয়ে আমি আনন্দিত। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। জেলা অথবা উপজেলায় গিয়ে ডাক্তার দেখাতে অনেক কষ্ট হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে ঘরের কাছেই ডাক্তার পেয়ে আমরা খুশি।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন সম্প্রীতিমূলক ও জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে বসবাসকারী জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।