নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় গাড়ির ড্রাইভারসহ ৪ পর্যটক কে অপহরণের অভিযোগে ২জনকে আটক করেছ পুলিশ।
বুধবার মধ্যরাতে (৯ জানুয়ারী) উপজেলার রশিক নগর এলাকা হতে দুইজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে মো. নবী হোসেন (৩০) ও একই এলাকার মো. শুক্কুর আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রুবেল মিয়া (৩২) ঢাকার আনোয়ার বাগ হতে তার ৩ বন্ধু কবির (৩০), সাখাওয়াত (৩৮), আলা উদ্দিন (৪০) সহ মিলে ৭ জানুয়ারী সাজেক আসার পথে দীঘিনালা বাস স্টেশন হতে ৮ জানুয়ারী কৌশলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
সূত্রটি আরো জানায়, মুক্তিপন হিসাবে ৪ লাখ টাকা দাবী করে অপহরণ কারীরা। টাকার জন্য মারধর করা হয় পর্যটকদের। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগীতা চাওয়া হলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাদের। অপহরণের তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান করে অপহৃত ৪ পর্যটক, একটি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন উদ্বার করেছে।
এদিকে অপহরণের ঘটানায় অজ্ঞাতসহ ১০জন কে আসমী করে ৬টি ধারায় নিয়মিত মামলা রুয়েছে বলেও জানায় পুলিশ।
এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, দীঘিনালা হতে পর্যটক অপহরণ হলে পুলিশ অভিযান পরিচালনা করে দু‘জন গ্রেফতার করে। থানায় অপহরণ কারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।