নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী নগদ ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
গতকাল (শনিবার, ৩০ আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মিনি সাজেক নামক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সমর চাকমা নামের এক ব্যক্তি নিকট হতে এই জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা জানান, নানিয়ারচরে অবৈধভাবে পাহাড়কাটা সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এমন সকল কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম সহ পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।