নিজস্ব প্রতিনিধিঃ
দীপংকর তালুকদারের সমর্থনে রাঙামাটি ট্রাক মালিক সমিতি, চট্টগ্রাম-রাঙামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়ন, নৌ যাত্রী পরিবহন ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এবং চালক কল্যাণ সমিতির সাথে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে সকল পরিবহনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সহসভাপতি মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, কোষাধ্যক্ষ হাজি সলিমুল্লাহ সেলিম, উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য উদয়ন বড়ুয়া, আবু তৈয়ব, তৈয়ব হোসেন মামুন, আশিষ কুমার চাকমা নব, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সহ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু মুছা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছামসুল আলম, সহসভাপতি পরেশ মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা রাঙামাটি জেলার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।