
নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালী করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
রোববার বাদে আসর রিজার্ভ বাজার সিএনজি স্টেশন থেকে স্বাগত র্যালী শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি হাজী জানে আলম সওদাগর, সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ, যুগ্ম-সম্পাদক আকতার হোসেন চৌধুরী ও মো. আব্দুল করিম খান, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল কাদেরী সহ গাউসিয়া কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের পাশাপাশি তৈয়্যাবিয়া তাহেরিয়া সৈয়্যদিয়া হেফজ ও এতিম খানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে পবিত্র মাহে রমজান নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর বিশেষ দোয়া মোনাজাত করা হয়।