ইকবাল হোসেনঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ঘিরে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের উদ্যোগে হামদ, নাত ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিশু একাডেমি মিলানায়তনে অনুষ্ঠিত কর্মসূচীতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, অগ্রণী ব্যাংক রাঙামাটি জেলা শাখার ব্যবস্থাপক মাঈন উদ্দিন নোমান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সচিব শাব্বির আহম্মেদ, রাঙামাটি সরারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা সিদ্দীকা, শিশু একাডেমির শিক্ষক মো. ইব্রাহিম, ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক সমিতির সভাপতি মুফতি শামসুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সকলকে বিশ্বনবীর আদর্শ অনুকরণের আহ্বান জানান বক্তারা।
আলোচনার পর হামদ, নাত ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর মিলাদ এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।