নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে বিশাল নৌবহর নিয়ে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) বিকেলে দাওয়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রিজার্ভ বাজার জামে মসজিদ ঘাট থেকে কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোর্ট যোগে এই জুলুস অনুষ্ঠিত হয়।
এতে ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ শেষে দলে-দলে যোগ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণে মুখরিত হয় কাপ্তাই লেক বেষ্টিত এই পর্যটন নগরী।
এসময় রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, ইসলামপুর, শরীয়তপুর, ট্রাক টার্মিনাল, ফিসারী ঘাট ও শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে জুলুসে অংশগ্রহণকারী নবীপ্রেমীরা। কাপ্তাই হ্রদের ২পাড়ে এসময় জমা হয় শত শত বাসিন্দা। চোখ ধাঁধানো এই আয়োজন এক নজর দেখতে এসময় ভীড় করেন তারা।
জুলুসে অংশ নেওয়া মোহাম্মদ জয়নাল জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা নদী পথে জুলস করছি। এর মাধ্যমে আমরা এটা সবাইকে এটা জানান দিচ্ছি যে আমার নবীর আগমনে আমরা কেন খুশি হবো না? আমাদের ঘরে সামান্য অনুষ্ঠান হলেও আমরা খুশি হই। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না এলে পুরো দুনিয়া সৃষ্টি হতো না সেই নবীর আগমনে আমরা আজ খুশি হয়ে ঈদ উদযাপন করছি।