নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে নৌকাসহ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৫লক্ষ টাকা বলে জানিয়েছে রাজনগর জোন।
শনিবার (১৮ই নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা চরুয়াখালী নামক স্থানে বিজিবি এই অভিযান পরিচালনা করে লংগদু উপজেলার রাজনগর জোন।
রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম (এসপিপি) দিক-নির্দেশনায় ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস) এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ও নৌকা রেখে পালিয়ে যায়।
অভিযানে ওই স্থান হতে বিজিবি ০৩টি দেশী নৌকাসহ ৯৮.৯৯ ঘনফুট সেগুন ও ৩২.৫৯ ঘনফুট গামারী সর্বমোট ১৩১.৫৮ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। যার মূল্য (নৌকা-২,৮০,০০০ এবং কাঠ- ২,৪৬,৮৬৫/-) = ৫,২৬,৮৬৫/- (পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার আটশত পয়ষট্টি) টাকা। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। এছাড়াও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ সহ যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো জোরদার করা হবে।