তুফান চাকমাঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ।
সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরি, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মজুমদার, ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ডাবলু রহমান প্রমুখ।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা এবং দীপংকর তালুকদার’কে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। একই সাথে দলের সকল নেতাকর্মীদের কে এখন থেকে গ্রামে-গঞ্জে প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন সমূহ তুলে ধরে নৌকায় ভোট চাওয়ার আহ্বান জানান।
এসময় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।