নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ৮ দিন পায়ে হেঁটে শত শত মাইল পাড়ি দিয়ে মিজোরাম সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নে গণসংযোগ করেছেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
প্রবর্তক চাকমা উপজেলা আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে গত ১৯ ডিসেম্বর জুরাছড়ি সদর থেকে প্রচারনার উদ্দেশ্য যাত্রা শুরু করে পুরো সীমান্তবর্তী এলাকার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের জনগণের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোটের প্রার্থনা করেন।
এসময় আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থী দীপংকর তালুকদার কে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রত্যন্ত এলাকার সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়।
৮ দিনের দীর্ঘ সফরে বিভিন্ন এলাকায় আয়োজিত পথ সভায় উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকাবাসীরা অংশ নেয়। এসময় পাহাড়ের গ্রাম অঞ্চলের মানুষের মাঝে আওয়ামীলীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্রগুলো তুলে ধরা হয়। এর পাশাপাশি শান্তিচুক্তি বাস্তবায়নের স্বার্থে ২৯৯নং আসনে দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ করেন প্রবর্তক চাকমা।
এই ৮ দিনের সফরে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে কেতন চাকমা, অনিল চাকমা, রন্টু চাকমা, জুরাছড়ি উপজেলা যুবলীগের সভাপতি রিকো চাকমা, সাধারণ সম্পাদক সজিব চাকমা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা (বাচ্চু), ছাত্র নেতা আর্য্য চাকমা সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।