নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে দায়িত্ব পালনের কথা থাকলেও সড়কে নেই ট্রাফিক পুলিশ।
রোববার (১১ আগস্ট) সকালে সড়কে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাঙামাটি সরকারী কলেজ প্লাটুন।
দায়িত্বশীল বিএনসিসি‘র এক সদস্য জানান, রাঙামাটি সরকারী কলেজ বিএনসিসি প্লাটুনের ১৮জন সদস্য সারাদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। যানযট নিরসনে সপ্তাহব্যাপি কাজ করে যাবে বিএনসিসি‘র সদস্যরা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে সড়কে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। কর্মবিরতি ছেড়ে দায়িত্বে ফিরেছে পুলিশ এমন সংবাদ প্রচারে জনমনে শ^স্তি ফেরে। অথচ রোববার দেখা যায়নি কোন ট্রাফিক পুলিশ সদস্যকে। অবশ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে, সোমবার থেকে নিয়মিত সড়কে থাকবে ট্রাফিক পুলিশ।