নিজস্ব প্রতিনিধিঃ
নিস্তব্ধ হয়ে গেলো রাঙামাটির অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ছাত্র সমন্বয়ক জসিম উদ্দিন(২৩)।
সোমবার (১২ মে) সকালে স্ট্রোক করে ইন্তেকাল করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের এই বর্ষীয়ান ছাত্র নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
সহপাঠীরা জানায়, সোমবার সকালে রিজার্ভ বাজারস্থ একটি রেস্তোরাঁয় নাস্তা করাকালীন হঠাৎ স্ট্রোক করলে তাকে তার সঙ্গীরা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
মূহুর্তের মধ্যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো একনজর দেখতে জেলার উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। ছুটে যান রাবিপ্রবি ভিসি ও বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষকগণ।
এদিকে দুপুরে রাঙামাটি কেন্দ্রীয় জানাজা মাঠে প্রথম জানাজা ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার নিজ জন্মভিটা বাঘাইছড়ী নিয়ে যাওয়া হয়।
ছাত্রদল নেতা জসিমের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
একাধারে জসিম ছিলেন, ছাত্র সমন্বয়ক, ছাত্রদল নেতা, জনদরদি ও শিক্ষার্থীদের ভরসার প্রতীক। তার মৃত্যু সহজভাবে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শুধু তার শোক বার্তা প্রদর্শন হচ্ছে এমনটাই জানিয়েছে স্থানীয়রা।