নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে এবারের নিরাপদ সড়ক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর যৌথ উদ্যোগে হ্যাপির মোড় হতে বর্নাঢ্য র্যালি শুরু কওে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে এসময় দিবসটির উদ্বোধন করা হয় এবং পরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন যানবাহন সমিতির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে ব্যাপক হারে অটোরিক্সা বৃদ্ধি পেয়েছে। এতে করে শহরে যানজট ও দূর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে রাঙামাটি শহরের ফুটপাত দখলমুক্ত করে রাস্তার পরিধি বৃদ্ধি করার পাশাপাশি অটো চালকদের পর্যটক বান্ধব প্রশিক্ষনের দাবি জানান বক্তারা।