নিজস্ব প্রতিনিধিঃ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রাপ্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সকালে শহরের ভেদাভেদীতে অবস্থিত বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এর সামনে বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাঙামটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা প্রমুখ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমার সঞ্চালনায় নির্মল বড়ুয়া বলেন, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার শতভাগ চলে যায় জাতীয় গ্রিডে। রাঙামাটি জেলার জনগণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার। রাঙামাটি জেলার সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে আমরা রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি করছি, এবার থেকে কোন এলাকায় কখন লোডশেডিং দিবেন তার তালিকা কমপক্ষে ১মাস আগে থেকে প্রকাশ করতে হবে।
লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চা-নাস্তা খাওয়ার নামে যে টাকা গ্রহন করে তা নেয়া বন্ধ করতে হবে। রাঙামাটি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের জরুরী টেলিফোন সেবা সচল রাখার ও দাবি জানান তিনি।