নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানিয়ারচরে ওয়েভ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে হার্টিকালচার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারিয়াচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় নানিয়ারচর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম, ওয়েব প্রকল্পের অর্থ ব্যবস্থাপক সুগন্ধি চাকমা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুকান্ত চাকমা, মনিটরিং অফিসার অহিয়া সুই রুয়াজা ও প্রোগ্রাম অফিসার রুনু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্য, জেন্ডার, সামাজিক অবস্থান সুনিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।